Translator

ইমদাদুল হক জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের পাঠ সেখানেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে ঝিনাইদহ ক্যাডেট কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

তিনি স্বপ্ন দেখেন এক সোনালী প্রজন্ম বিনির্মাণের। তার প্রতিটি নিঃশ্বাস আর ভাবনার অনুরণনে আধুনিক যুবমানসের যাতনা ও চেতনা। তাই তার ধ্যানে-জ্ঞানে শিশু ও বয়োসন্ধিকালের মনস্তত্ত্ব।