বিআইআইটি পাবলিকেশন্সের বেশিরভাগ বই আন্তর্জাতিক মানের। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক, গবেষণামূলক, চিন্তার নানা মাত্রার সাথে বাংলাদেশের পাঠকদের পরিচয় করিয়ে দিচ্ছে তারা। এভাবে প্রতিনিয়ত পাঠকদের মন জাগানো ও চিন্তাকে সম্মৃদ্ধ করছে। পাঠককে তার নিজের জায়গা থেকে আরো উচুস্তরে উঠিয়ে নেয়ার কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।

MUSA AL HAFIZ
মুসা আল হাফিজ

কবি ও গবেষক

বিআইআইটি পাবলিকেশন্স এর বইয়ে ইসলামের বৈশ্বিক ধারণা পাওয়া যায়। বিশ্বখ্যাত অসংখ্য ইসলামী স্কলারের লিখা অনেক গবেষণাধর্মী বই প্রকাশ করছে। পাঠকদের জন্য সহজবোধ্য করতে অনেক বই বাংলায় অনুবাদ করা হয়েছে। যত দিন যাচ্ছে মানুষের ইসলামী বই ও গবেষণার প্রতি আগ্রহ বাড়ছে।

Dr. Md Ibrahim Khalil Anwari
ড. মো. ইবরাহীম খলিল আনোয়ারী

শিক্ষক ও প্রশিক্ষক

গবেষণামূলক বইয়ের পাঠকদের নজর কেড়েছে বিআইআইটি পাবলিকেশন্স। বইগুলোতে ইসলামের আধুনিক রূপ তুলে ধরা হয়েছে। এতে পাঠকদের পজিটিভ চিন্তার মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যেসব বিদেশী বই অনুবাদ করছে তা খুবই মানসম্মতভাবে করছে। অনুবাদক, সম্পাদক থেকে শুরু করে চারটি ধাপ অতিক্রম করে বইগুলো বাজারে আসছে। যেসব শিশুতোষ বই আনা হচ্ছে তা শিশুদের পজিটিভ মানসিকতা ও নৈতিকভাবে গড়ে তুলতে ভূমিকা রাখছে।

MOHAMMAD JASHIM UDDIN
ড. জসিম উদ্দিন

অধ্যাপক ও সম্পাদক