বইটি সস্তান প্রতিপালনে পিতা-মাতাকে সুদক্ষ করে তোলার গাইডলাইন। কিভাবে আভিভাবক সন্তানকে চরিত্রবান করে গড়ে তুলবেন সে সম্পর্কিত দরকারি বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।

চরিত্র গঠন শুরু হয় শৈশবে এবং এরপর তা চলমান থাকে, যদিও প্রথম কয়েকটি বছর এটি সবচেয়ে কার্যকর। একের পর এক চিন্তা ও কর্ম দ্বারা চরিত্র গঠন প্রক্রিয়া চলে দিনের পর দিন। এখন প্রশ্ন হলো, চরিত্র কখন গঠিত হয়? দেরী হয়ে গেলে করণীয় কী? সঠিক উত্তর জানতে বইটি সহায়ক হবে।

বইটির মূল লেখক ড. হিশাম ইয়াহিয়া আলতালিব, ড. আব্দুলহামিদ আহমদ আবুসুলাইমান এবং ড. ওমর হিশাম আলতালিব। ভাষান্তর করেছেন ইমদাদুল হক। সম্পাদনা করেছেন- ফাতেমা মাহফুজ, রওশন জান্নাত এবং ড. মুমতাহিনা। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৪। মূল্য ৭০০ টাকা।