প্যারেন্টিং: সন্তান প্রতিপালনের কলা-কৌশল (১ম খণ্ড)

বইটির গ্রন্থকারগণ হচ্ছেন- ড. হিশাম ইয়াহিয়া আলতালিব, আব্দুলহামিদ আবুসুলাইমান এবং ওমর আলতালিব। পৃষ্ঠা সংখ্যা ২৪০। আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৯১১৫৬। দাম ৫০০ টাকা।

 

গ্রন্থ পরিচিতি

প্যারেন্টিং: সন্তান প্রতিপালনের কলাকৌশল বইটি পিতা-মাতাকে সুদক্ষ করে তোলার গাইডলাইন। চিন্তার উদ্রেককারী ও গবেষণাধর্মী বইটিতে এমনভাবে সন্তান প্রতিপালনের কলাকৌশল সংক্রান্ত বিস্তৃত নির্দেশনা দেয়া হয়েছে যা সহজেই যেকোনো বাবা-মায়ের বোধগম্য হবে। কীভাবে অভিভাবক সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবেন তুলবেন সে সম্পর্কিত দরকারী বিষয়গুলো বর্ণনা করা হয়েছে।

 

শিশু সন্তান লালন-পালনে দরকারী তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থেকে দেয়া পরামর্শগুলো শতভাগ সময়োপযুগী। শক্তিশালী টিপসগুলো পুরোই বাস্তবসম্মত। শিশুর সঠিক যত্ন ও যথাযথ পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত বিকাশ নিশ্চিতে সর্বশেষ গবেষণাগুলোর তথ্য-উপাত্তে এটি পরিপূর্ণ। বইটিতে আছে- বাচ্চাদের উন্নতি করতে কোন কৌশলগুলি পিতামাতা অবলম্বন করবেন, অভিভাবকত্ব থেকে হতাশা কিভাবে দূর করবেন এবং সুখী পারিবারিক সম্পর্ক কিভাবে গড়ে তোলবেন।

 

বইটিতে চরিত্র, জ্ঞান, মূল্যবোধ ও দক্ষতী বিকাশের পাশাপাশি বিভিন্ন বয়সী সন্তানদের মধ্যে একটি বিশ্বাস-ভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ার জন্য বাবা-মাকে উপযুক্ত নির্দেশিকা প্রদান করা হয়েছে। প্রস্তাবিত অনেক কৌশলের মধ্যে রয়েছে: বাচ্চাদের কীভাবে সমস্যা সমাধান করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় এবং আত্মসম্মান বিকাশ করতে হয় তা শেখানো। আসলে প্যারেন্টিং সম্পর্কিত জ্ঞান ও কৌশল ভালোভাবে জানতে পারলে সন্তানদের কার্যকরী পন্থায় লালন-পালন করা সম্ভব।

 

আজকের আধুনিক বিশ্বে নাগরিক দায়িত্ববোধ, স্রষ্টার ব্যাপারে সচেতন, চারিত্রিকভাবে সফল, নীতি-নৈতিকতা-মূল্যবোধ সম্পন্ন অর্থবহ- সার্থক জীবনের অধিকারী করে সফলভাবে সন্তানদের বড় করা সহজ নয়। তবে এটা অসম্ভবও নয়। কার্যকরী অভিভাবকত্বই এক্ষেত্রে যথার্থ ফলাফল আনার চাবিকাঠি।

 

গ্রন্থকারগণের পরিচিতি

 

ড. হিশাম ইয়াহিয়া আলতালিব

ড. হিশাম ইয়াহইয়া আলতালিব ১৯৪০ সালে ইরাকের নিনেভার মাসুল শহরে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে তিনি আমেরিকার ইন্ডিয়ানা অঞ্চলের পুরদু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে এম এস ও ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরুর পাশাপাশি তিনি উত্তর আমেরিকাতে ইসলাম প্রচার ও প্রসারের কাজে অদ্যাবধি নিয়োজিত রয়েছেন। ১৯৭৫-১৯৭৭ সেশনে তিনি Muslim Students Association of the United States and Canada (MSA) এর প্রথম নির্বাচিত পরিচালক (প্রশিক্ষণ) এর দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তিনি International Islamic Federation of Students Organization (IIFSO) এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।