ইসলামী সভ্যতার সারমর্ম

‘ইসলামী সভ্যতার সারমর্ম’ গ্রন্থটি বিশ্বের অন্যতম মুসলিম স্কলার ইসমাইল রাজি আল-ফারুকি রচিত The Essence of Islamic Civilization -এর বঙ্গানুবাদ। এটি নিউইয়র্কের Macmillan Publishing Company কর্তৃক ১৯৮৬ সালে প্রকাশিত দ্য কালচারাল অ্যাটলাস অব ইসলাম গ্রন্থের চতুর্থ অধ্যায় ।

গ্রন্থটিতে তাওহিদকে (আল্লাহর একত্ব) ইসলামের মর্মকথা ও সভ্যতার নিয়ামক নীতি হিসেবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হয়েছে। তাওহিদই মানুষের সার্বিক জীবনকে পুনর্গঠন করেছে, সভ্যতার প্রতিটি উপাদানকে নতুন ছাঁচে গঠন করেছে এবং ইসলামী সভ্যতাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।

ইসলামী সভ্যতায় বিশ্বদর্শন, অধিবিদ্যা, নীতিবিদ্যা, সামাজিকতাবাদ ও নন্দনতত্ত্বের মূলনীতি হচ্ছে তাওহিদ- যা বৈচিত্র্য, ঐতিহ্য, সমৃদ্ধি, শিক্ষা-সংস্কৃতি, বিশ্বাস, জ্ঞান-প্রজ্ঞায় উৎকর্ষতা এনে বিশ্বে ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করেছে এবং মুসলিম সভ্যতা উন্নীত হয়েছে মানবসভ্যতার সর্বোচ্চ সোপানে ।