ড. ইমাদ আল দীন খলিল

ড. ইমাদ আল দীন খলিল ১৯৩৯ সালে ইরাকের মোসুলে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৬২ সালে বিএ এবং ১৯৬৫ সালে বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে এমএ ডিগ্রি নেন। এরপর তিনি মিসরের আইন শামস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে ইসলামের ইতিহাসে Distinction সহ পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৬৭ সালে মোসুল বিশ্ববিদ্যালয়ে লেকচারার নিযুক্ত হন এবং ১৯৭৭ সাল পর্যন্ত ইসলামের ইতিহাস গবেষণা পদ্ধতি ও ইতিহাস দর্শন শিক্ষাদান করেন। এছাড়া তিনি ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পুরাকীর্তি বিভাগের চেয়ারম্যান, সাংস্কৃতিক জাদুঘর লাইব্রেরীর পরিচালক এবং জাদুঘর ও পুরাকীর্তির সাধারণ পরিদপ্তরের সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি ইরাকের আরবিল-এ সালাউদ্দিন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর খলিল OIC’র ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ISESCO প্রকাশিত গ্রন্থাদিতে নিয়মিত প্রবন্ধ লিখতেন। এছাড়া ইসলামি চিন্তাধারা, পদ্ধতি বিজ্ঞান ও ইতিহাস এবং সাহিত্য ও সমালোচনামূলক সাহিত্যে তিনি ৫০টিরও বেশি গ্রন্থ লিখেছেন।