মাকাসিদ আল-শরিয়াহ'র আলোকে উন্নয়ন ইসলামিক মডেল

‘মাকাসিদ আল-শরিয়াহর আলোকে উন্নয়ন: ইসলামিক মডেল’ গ্রন্থটি দ্য ইসলামিক ভিশন অব ডেভলপমেন্ট ইন দ্য লাইট অব মাকাসিদ আল-শরিয়াহ এর বঙ্গানুবাদ।

ইসলামী আইনের উদ্দেশ্য ও লক্ষ্য সরাসরি কুরআন ও সুন্নাহতে বর্ণিত হয়েছে অথবা অনেক স্কলার ও ফকীহ দ্বারা স্বীকৃত হয়েছে; যা সমস্ত মানুষের স্বার্থ সুরক্ষা, নিরাপত্তার নিশ্চিয়তা এবং ক্ষতি থেকে রক্ষা করে ।

এ গ্রন্থে মানব কল্যাণ ও সমাজের উন্নতির সমস্ত উপাদানের ওপর জোর দেয়া হয়েছে; যার মধ্যে রয়েছে মানুষের সত্তা (Self), বিশ্বাস (Faith), বুদ্ধিমত্তা (Intellect), বংশধারা (Posterity) এবং সম্পদ (Wealth) এর উন্নয়ন।

মুসলিম বিশ্বের জন্য শুধু অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করা স্বল্প মেয়াদে প্রবৃদ্ধির হার বাড়াতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে বৈষম্য, পারিবারিক বিচ্ছেদ, কিশোর অপরাধ, অপকর্ম ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে ।