MARDIA MUMTAZ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এই প্রকৌশলী বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের  একজন প্রভাষক।

জেন্ডার বিষয়ে কাজ করেন। দুই সন্তানের জননী। ইসলাম ও নারী শিক্ষা বিষয়ে গবেষণা ও লেখালেখি করতে ভালোবাসেন।

তিনি অনুবাদ করেছেন- ড. মুহাম্মাদ আকরাম নদভি এর আল মুহাদ্দিসাত, নোমান আলী খান এর রিভাইভ ইয়োর হার্ট। সম্পাদনা করেছেন- প্যারেন্টিং।

লিখেছেন- অদৃশ্য বইয়ের অক্ষরে, অদ্বিতীয়, আড়ালে, ইচ্ছে-দিনের আলোছায়া, কিসওয়ার ছায়ায়, কে তুমি?, নোঙর, বরষার ঘোর, রঙকাব্য ইত্যাদি।

এসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর BILRC ফ্যামিলি এইড। উইমেন এক্সপ্রেস নামক একটি প্ল্যাটফর্মের সাথে জড়িত।