মুসলিম নারী ও পর্দা : ঐতিহাসিক, আধুনিক ও প্রচলিত ধারণার পুনর্মূল্যায়ন

‘মুসলিম নারী ও পর্দা: ঐতিহাসিক, আধুনিক ও প্রচলিত ধারণার পুনর্মূল্যায়ন’ গ্রন্থটি ড. ক্যাথরিন বুলকের গবেষণামূলক গ্রন্থ Rethinking Muslim Women and the Veil : Challenging Historical & Modern Stereotypes বইয়ের Book-In-Brief এর বঙ্গানুবাদ।

পশ্চিমাদের দৃষ্টিতে পর্দা মুসলিম নারীদের নির্যাতন-নিপীড়ন, পশ্চাদপদতা ও বর্বরতার প্রতীক। তাই পর্দা নিয়ে বৈশ্বিক বিতর্কে আর্থ-সামাজিক অনেক বিষয়ের মৌলিক আলোচনা গ্রন্থটিতে স্থান পেয়েছে। গ্রন্থটিতে পর্দার ব্যাপারে পশ্চিমা সমাজে ঐতিহাসিকভাবে থাকা ধারণাগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

তাছাড়া নারীবাদীদের যুক্তিকে চ্যালেঞ্জ করা এবং পর্দাতত্ত্বের ওপর বিকল্প আলোচনাও এখানে উপস্থাপন করা হয়েছে। এ গ্রন্থের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লেখকের মতামত, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা। যিনি সাক্ষাৎকার নিয়ে কানাডার হিজাবি নারীদের অভিজ্ঞতা শুনেছেন। মুসলিম নারীর পর্দা ও বাস্তবতার প্রেক্ষিতের ওপর ক্ষুরধার বিশ্লেষণ গ্রন্থটিতে রয়েছে ।