ইতিহাসখ্যাত শিক্ষানগরী রাজশাহীতে হচ্ছে বইমেলা। অন্যতম পুরাতন-প্রাচীন জেলাটিতে চলা বইমেলায় অংশ নিয়েছে বিআইআইটি পাবলিকেশন্স। বমেলার ৩৬ নং স্টলে বিআইআইটি পাবলিকেশন্স পরিবার রয়েছে বইপ্রেমীদের অপেক্ষায়।

রাজা নেই শাহী নেই তবুও রাজশাহী নাম! শুধু নামেই নয়, গুণেও এই নগরী অনন্য। তাইতো বলা হয় রেশম নগরী! আমের রাজধানী! প্রসিদ্ধ ও জনপ্রিয় আমের রাজ্য। উত্তরাঞ্চলে অবস্থিত শান্তির শহর! পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা স্বপ্নের শহর। দেশের সবচেয়ে সুন্দর শহর। দৃষ্টিনন্দন শহর। দেশের প্রত্যেকটি শহরের জন্য যেন রোল মডেল! ঐতিহ্যবাহী মহানগরী! কত দর্শনীয় স্থান! সবুজ নগরী! গ্রিন সিটি! যার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ! পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত দেশজুড়ে।

প্রাণের মেলা প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদে তুলেছে আলোড়ন। বইমেলায় বিআইআইটি পাবলিকেশন্সের স্টলে এসে বইয়ের এক অন্য জগতের সঙ্গে পরিচিত হচ্ছেন পাঠক ও ক্রেতারা। বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন ছোট ও বড়রা। বইবিমুখ না হয়ে বইমুখী হচ্ছে নারী ও পুরুষ। পদচারণা বাড়ুক পাঠক ও সাহিত্যানুরাগীদের।