অধ্যাপক আলী মিশাল জেরুজালেমে জন্মগ্রহণকারী এই ক্ষনজন্মা মানুষটি ইসরাইলী আগ্রাসনে তার জমিদারবাড়ী সদৃশ আদিপুরুষের বাসস্থান থেকে বিতাড়িত হয়ে জর্ডানের রিফিউজী ক্যাম্পে আশ্রয় নেন । প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে জীবনের সকল পরীক্ষায় অসাধারন মেধার স্বাক্ষর রেখে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার বৃত্তি সহ যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এবং এ্যডাক্রাইনোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে সেখানেই নাগরিকত্ব লাভ করেন এবং সহযোগী অধ্যাপক পর্যন্ত কাজ করেন।
সেখানে থাকাকালেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন দেশের মুসলিম ডাক্তারদের নিয়ে FIMA প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নিজ দেশ জর্ডানের স্বাস্থ্য ব্যবস্থার অবদান রাখার জন্য জর্ডানে ফিরে এসে প্রতিষ্ঠা করেন ইসলামিক হসপিটাল আম্মান। এটিকে আধুনিক যুগে ইসলামিক শরীয়াহ ও সর্বোচ্চ টেকনোলজির সমন্বয়কারী হাসপাতালের মডেল বলে তুলনা করা যায়।
তাঁর এই হাসপাতালের মডেল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্থান সহ বিশ্বের অনেক দেশে ইসলামিক হাসপাতাল (Shariah Compliant Hospital) গড়ে উঠেছে। মেডিকেল এথিক্স বিষয়ে তাঁর পুরো জীবনই এক অনুকরণীয় দৃষ্টান্ত। FIMA Year Book এর তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক।