অধ্যাপক হুসাম ফাদেল মিশরে জন্মগ্রহনকারী এই মনিষীর গ্রাজুয়েশন এবং বিশেষজ্ঞ ডিগ্রী সবই সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে জর্জিয়ার একটি বিশ্ববিদ্যালয় গাইনী ও ধাত্রীবিদ্যার অধ্যাপক হিসেবে কর্মরত।
মেডিকেল এথিক্স নিয়ে তিনি কর্মজীবনের শুরু থেকেই গবেষনা ও লেখালেখি করেন। তিনি FIMA year book এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।