আদিল সালেহি একজন লেখক, অনুবাদক ও পন্ডিত ব্যক্তি । তিনি ইসলাম সম্পর্কে অনেক বই ইংরেজি ভাষায় লিখেছেন এবং অন্য ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন । এক সময় তিনি মার্কফিল্ড ইনস্টিটিউট অফ হাইয়ার স্টাডিজ-এ শিক্ষকতা করেন। তাঁর পেশাগত কর্মজীবন শুরু হয় সিরিয়ান রেডিও ও বিবিসি আরাবিক সার্ভিসে।
তিনি আরবি দৈনিক পত্রিকা আল-শারক আলাওসাত এবং সাপ্তাহিক ম্যাগাজিন আল-মাজাল্লাহ (১৯৮২-১৯৮৬) এবং সৌদি আরবের ইংরেজি দৈনিক অ্যারাব নিউজ (১৯৮১-২০১২)-এর ধর্ম সম্পর্কিত বিষয়ের সম্পাদক ছিলেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাঞ্চলীয় ভূমধ্য সাগরীয় এলাকার পাবলিক রিলেশন্স অফিসার (১৯৮৬-২০০০) হিসেবে দায়িত্ব পালন করনে ।
রাসুল (স)-এর ওপর তাঁর প্রথম বই ‘মুহাম্মদ: ম্যান অ্যান্ড প্রফেট’ ইতোমধ্যে ফরাসি ও রাশিয়ান ভাষায় প্রকাশিত হয়েছে এবং আরবি ভাষায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ‘পাইওনিয়ারস অফ ইসলামিক স্কলারশিপ’ এবং ‘মুহাম্মদ – হিজ ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট’ গ্রন্থের লেখক। পাঠকদের প্রশ্নের উত্তর সম্পর্কিত ‘আউয়ার ডায়ালগ’ শীর্ষক গ্রন্থ উর্দু ও সিন্ধি ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। সাইয়েদ কুতুব কর্তৃক আঠারো খন্ডের কুরআনের ওপর তিনি ‘ইন দি শেড অফ দি কুরআন’ শিরোনামে ইংরেজিতে অনুবাদ করেন।
তিনি সৌদি আরবের কিং আবদ আল-আজিজ ইউনিভার্সিটির জন্য ‘ইসলামিক কালচার’ শীর্ষক একটি পাঠ্যগ্রন্থ (৪ খন্ড) অনুবাদ করেন। আদিল সালেহি ইংরেজি সাহিত্য ও অনুবাদে ডিগ্রি, ইংলিশ স্টাডিতে ডিপ্লোমা এবং ভিকটোরিয়ান স্টাডিজে মাস্টার ডিগ্রি লাভ করেন একাধিক ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে। অনানুষ্ঠানিকভাবে তিনি সিরিয়ার দামেশকের বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন বিষয়ের পন্ডিত ব্যক্তিদের কাছে ইসলামিক স্টাডিজ সম্পর্কে অধ্যয়ন করেন এবং ইসলামি বিধান সম্পর্কিত চিন্তার সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী অনেক শিক্ষক তাঁর অর্জিত জ্ঞান সম্পর্কে প্রশংসাপত্র দেন।