১৯৪১ সালে সিরিয়ার লাটাকিয়ায় আহমদ বাসসাম সায়ী জন্মগ্রহণ করেন। তিনি সিরিয়ার দামাস্ক ইউনিভার্সিটি থেকে আরবী সাহিত্যে স্নাতক এবং মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় হতে আধুনিক আরবী কাব্য বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।
তিনি সিরিয়ার তিসরিন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ছিলেন এবং যুক্তরাজ্য ও আরবদেশ সমূহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। ১৯৯০ সালে উচ্চতর গবেষণার জন্য্য তিনি নিজ উদ্যোগে Oxford Academy প্রতিষ্ঠা করেন এবং ২০০৫ সাল পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিল ও বিভিন্ন কমিটির সক্রিয় সদস্য।
তিনি British Accreditation Council-এর রিপোর্টিং ইনস্পেক্টর এবং Wales Univesity’র স্নাতক শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ডে থাকেন এবং বিভিন্ন রেডিও-টিভি প্রোগ্রাম পরিচালনা করছেন । তাঁর উল্লেখযোগ্য গবেষণাকর্ম হলো: Modern Trends in Arabic Poetry [ Harakat al-Shir al-Hadith] (Damascus, 1978; Second Edition, Damascus, Dar al-Fikr, 2006), (The Image: Rhetorical and Critical Approaches) Al-Surah Bayna al-Balaghah wal-Naqd (Jeddah, Dar al-Manarah, 1984), (Islamic Realism in Literature and Criticism) Al-Waqi’iyah al-Islamiyah fi al-Adab wal-Naqd (Dar al-Manar, Jeddah, 1985), (Muslims facing Islam, Christians facing Christianity) Muslimun fi Muwajahat al-Islam, Masihiyun fi Muwajahat al-Masihiyah (London, Legacy, 2008), (The Miracle: Reviewing the Studies of the Miraculous Language of the Qur’an) Al-Mu’jizah: Qira’at al-I’jaz al-Lughawi fi al-Qur’an al-Karim (Washington, DC, IIIT, 2012), and Miraculous Language of the Qur’an: Evidence of the Ist Divine Origin (Washington, DC, IIIT, 2015)