১৯৪১ সালে সিরিয়ার লাটাকিয়ায় আহমদ বাসসাম সায়ী জন্মগ্রহণ করেন। তিনি সিরিয়ার দামাস্ক ইউনিভার্সিটি থেকে আরবী সাহিত্যে স্নাতক এবং মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় হতে আধুনিক আরবী কাব্য বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। তিনি সিরিয়ার তিসরিন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রধান ছিলেন এবং যুক্তরাজ্য ও আরবদেশ সমূহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।
১৯৯০ সালে উচ্চতর গবেষণার জন্য্য তিনি নিজ উদ্যোগে Oxford Academy প্রতিষ্ঠা করেন এবং ২০০৫ সাল পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিল ও বিভিন্ন কমিটির সক্রিয় সদস্য। তিনি British Accreditation Council-এর রিপোর্টিং ইনস্পেক্টর এবং Wales Univesity’র স্নাতক শিক্ষার্থীদের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অক্সফোর্ডে থাকেন এবং বিভিন্ন রেডিও-টিভি প্রোগ্রাম পরিচালনা করছেন।
তাঁর উল্লেখযোগ্য গবেষণাকর্ম হলো: Modern Trends in Arabic Poetry [Harakat al-Shir al-Hadith] (Damascus, 1978; Second Edition, Damascus, Dar al-Fikr, 2006), (The Image: Rhetorical and Critical Approaches) Al-Surah Bayna al-Balaghah wal-Naqd (Jeddah, Dar al-Manarah, 1984), (Islamic Realism in Literature and Criticism) Al-Waqi’iyah al-Islamiyah fi al-Adab wal-Naqd (Dar al-Manar, Jeddah, 1985), (Muslims facing Islam, Christians facing Christianity) Muslimun fi Muwajahat al-Islam, Masihiyun fi Muwajahat al-Masihiyah (London, Legacy, 2008), (The Miracle: Reviewing the Studies of the Miraculous Language of the Qur’an) Al-Mu’jizah: Qira’at al-I’jaz al-Lughawi fi al-Qur’an al-Karim (Washington, DC, IIIT, 2012), and Miraculous Language of the Qur’an: Evidence of the Ist Divine Origin (Washington, DC, IIIT, 2015)