আহমদ ভন ডেনফর বর্তমান বিশ্বের একজন নন্দিত ইসলামী চিন্তাবিদ। ১৯৪৯ খ্রিষ্টাব্দে তিনি জার্মানীতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে মাত্র ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ১৯৭২-১৯৭৮ খ্রি. পর্যন্ত তিনি Islamic studies and ethnology’ বিভাগে জার্মানীর University of Mainz এ লেখাপড়া করেন।
বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ১৯৭৮-১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত The Islamic Foundation, UK-তে Research Associate হিসেবে কাজ করেন। এ প্রতিষ্ঠানে তিনি বিখ্যাত ইসলামী চিন্তাবিদ খুররম জাহ্ মুরাদ-এর তত্ত্বাবধানে ইসলামের ওপর গবেষণা শুরু করেন। এরপর থেকে তিনি বিভিন্ন বিষয়ে বহু গবেষণা গ্রন্থ রচনা করেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো Islam for Children, Translation of Quran in German Language, Ulum al Qur’an: An Introduction to the Sciences of the Qur’an, Literature on Hadith in European Languages Ges Research in Islam: Basic Principles and Practical Suggestions ইত্যাদি।
লেখা ও গবেষণাকর্মের পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন ইসলামী সংস্থার সাথে নিরলসভাবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে The Islamic Foundation-UK, Islamic Center of Munich, Muslim Aid International, International Islamic Charitable Foundation-Kuwait, Muslime Hilfe উল্লেখযোগ্য।
এসব প্রতিষ্ঠানে তিনি Chairman, Director, Advisor এবং Researcher হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে গবেষক, চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ এবং সমাজসংস্কারক। রাসূলের (সা.) জীবনপদ্ধতি অনুসরণ করার তাগিদ দিয়ে লেখা তাঁর জীবনের প্রথম বই A Day with the Prophet. যা পাঠকমহলে খুবই সমাদৃত হয়েছে।