ড. আহমেদ ঈসা ১৯৬৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত রেনো’র ইউনিভার্সিটি অব নেভাডা এর অধ্যাপক হিসেবে বহুসংস্কৃতি সাহিত্য এবং সৃজনশীল লেখা পাঠদান করতেন। তিনি আফ্রিকান ও মধ্যপ্রাচ্য সাহিত্য বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত ছিলেন।
ভারতে জন্মগ্রহণকারী ড. ঈসা দক্ষিণ আফ্রিকার পিটারমারিটজবার্গ ও ডারবানে শৈশবের বছরগুলি কাটিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকায় প্রবল বর্ণবাদী পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে সৃজনশীল লেখালেখির জন্য অনেক অনুপ্রেরণা দিয়েছে । তিনি নর্দার্ন নেভাদা মুসলিম সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন।
‘নেভাদা ও এর সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় অধিবাসিগণকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানুষের সাথে সংযুক্ত করার জন্য’ ২০০৩ সালে নর্দার্ন নেভাদা ইন্টারন্যাশনাল সেন্টার তাকে বিশ্ব নাগরিক পুরস্কার প্রদান করে। ২০০৮ সালের ১৫ জুন তার ইন্তেকালের পর ইসলামিক সভ্যতার গবেষণা সংক্রান্ত রচনার চূড়ান্ত পাণ্ডুলিপি করেন ড. ওসমান আলী ।