আবুল ফজল মোহসিন ইব্রাহিম দক্ষিন আফ্রিকায় জন্মগ্রহণকারী এই স্কলার যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ করেন । এর আগে তিনি করাচী Aleemiyah Institute of Islamic Studies থেকে বি.এ.অনার্স এবং মিসরীর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে গ্রাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি ডারবান এর কুয়াজুলু-নাতলি (Kwazulu-Natal) বিশ্ববদ্যালয় ধর্ম ও থিওলজি বিভাগে প্রফেসর এমিরেটার্স হিসেবে কর্মরত। তাঁর জীবনের একটি বড় অংশ অতিবাহিত হয়েছে সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অগ্রগতির চর্চার নৈতিক সীমারেখা (Ethical Boundary) নির্দেশনায়।
তার রচিত কয়েকটি বিশ্বখ্যাত গ্রন্থ: “Islamic Ethics and the Implications of Modern Biomedical Technology: An Analysis of some issues of Reproductive Control, Biotechnical parenting and Abortion (1986)”, “Abortion, Birth Control and, surrogate parenting: An Islamic Perspective”.