গ্রন্থকারের নাম আবদুল আযীয ইবন সাত্তাম ইবন আবদুল আযীয আলে সউদ
অনুবাদক অধ্যাপক ড. আ.ক.ম. আবদুল কাদের
পৃষ্ঠা সংখ্যা ১৩৮
আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৯১১২৫
দাম ২০০ টাকা
গ্রন্থ পরিচিতি
শরীআহর উদ্দেশ্যাবলি মূলত জনকল্যাণ ও জনস্বার্থের প্রতি লক্ষ্য রেখে প্রবর্তিত। এ ক্ষেত্রে উদ্দেশ্যাবলির প্রতিটি ইউনিট কোনো না কোনোভাবে এর অন্যান্য ইউনিট দ্বারা প্রভাবিত বা একটি অন্যটির সাথে সম্পৃক্ত।
শরী’আহ প্রবর্তক শরি আহ’র লক্ষ্য ও উদ্দেশ্যের জন্য সামগ্রিক ও সুবিস্তৃত বিধিবদ্ধ পদ্ধতি প্রবর্তন করেছেন। এগুলো হলো স্থায়ী নীতিমালা- যাকে নব আবিষ্কৃত বিষয়াবলি ও প্রয়োগিক বিধানের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা যায়। পক্ষান্তরে, শরী’আহ অনুসরণকারীদের লক্ষ্য ও উদ্দেশ্যের জন্যও রয়েছে কিছু পরিবর্তনশীল পদ্ধতি । আর স্থায়ী পদ্ধতি এবং পরিবর্তনশীল পদ্ধতি-এ দু’টির মধ্যে সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নতুনত্বের রূপায়ন পরিস্ফুট হয়।
গবেষক এই গ্রন্থে প্রামাণ্য ও বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণ করে মাকাসিদ-এর পরিচয়, বিভক্তিকরণ ও সুবিন্যস্ত করিয়া অনুষঙ্গগুলোর পারস্পরিক আন্তঃসংযোগ স্থাপন ও বহিস্থ উপাদানগুলোর সম্পর্ক নির্ণয় করেন এবং বিভিন্ন আঙ্গিকে মাকাসিদ আল-শরী’আহ’র ক্রমবিন্যাস উপস্থাপন ও পর্যালোচনা করেন।