ইসমাইল হাজেরার পথ ধরে

গ্রন্থকারের নাম ড. আবু খলদুন আল মাহমুদ

পৃষ্ঠা সংখ্যা ৫৩

আইএসবিএন ৯৭৮৯৮৪৮৪৭১৬৭৮

দাম ৫০ টাকা

 

গ্রন্থ পরিচিতি

মক্কায় হজ প্রতিটি সক্ষম মুসলিম নর ও নারীর জন্য ফরজ। প্রতিটি মুসলমানের মক্কায় ভ্রমণের তীব্র আকুতি থাকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুলের গানের মধ্যে আছে ‘বক্ষে আমার কাবার ছবি চক্ষে মুহাম্মদ রসুল সা.।’ এ থেকেই বোঝা যায় প্রতিটি মুসলমানের হৃদয়ে ঐ স্থানগুলোর প্রতি কি পরিমাণ আবেগ ও ভালোবাসা।

ইসমাইল আ-এর বংশধর মানব জাতির মুক্তিদূত হজরত মুহাম্মদ সা-এর সম্মানে যে শহর গড়ে উঠেছে তার নাম মদিনাতুন্নবী বা মদিনা। যেখানে রসুল সা.-এর রওজা মোবারক অবস্থিত। রসুল সা.-এর রওজা মোবারক জিয়ারত যদিও হজের অংশ নয় তবুও রসুল সা.-এর রওজা জিয়ারত প্রতিটি মুসলিমের অতীব আকাঙ্খিত কাজ। মক্কা ও মদিনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মুসলিম উম্মাহর মিলনভূমি।