ক্যাথরিন বুলক একজন লেখক, শিক্ষক, প্রকাশক ও মা। ১৯৯৯ সালে তিনি মিসিসাগায় ইউনিভার্সিটি অব টরন্টো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি লাভ করেন। কানাডা’র টরন্টো ও যুক্তরাষ্ট্র’র ক্যালিফোর্নিয়াতে তিনি ইসলামিক সভ্যতা ও রাজনীতি বিষয়ে শিক্ষাদান করেন।
ড. বুলক ১৯৯৪ সালে ইসলাম গ্রহণ করেন । তিনি আমেরিকান জার্নাল অব ইসলামিক সোশ্যাল সায়েন্সেস (এজেআইএসএস) এর সম্পাদক এবং অ্যাসোসিয়েশন অব মুসলিম সোশ্যাল সায়েন্টিস্ট (নর্থ আমেরিকা) এর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন । তিনি কয়েকটি তৃণমূল সংগঠন এবং একাডেমিক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা বোর্ডেও দায়িত্ব পালন করছেন।
তিনি সাউন্ড ভিশন ফাউন্ডেশন এর মুসলিম নিউজ কানাডার একজন টিভি হোস্ট। অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান টেসেলেট ইনস্টিটিউট ও প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা কম্পাস বুকস এর প্রেসিডেন্ট। তিনি কর্মক্ষেত্রে মুসলিম বিরোধী বর্ণবাদকে কানাডিয়ান মুসলিম স্বাস্থ্যসেবা কর্মীরা কিভাবে মোকাবিলা করেন তা নিয়ে গবেষণা করেছেন।
তার গবেষণার ফোকাস হচ্ছে- কানাডার মুসলমান, তার ইতিহাস, সমসাময়িক জীবনযাপনের অভিজ্ঞতা, রাজনৈতিক ও নাগরিক ব্যস্ততা, পর্দা, ইসলাম ও মুসলমানদের মিডিয়ায় উপস্থাপনা এবং জাকাত ও মৌলিক আয়ের ব্যাপারে মুসলিম দৃষ্টিভঙ্গি। তিনি অস্ট্রেলিয়ান বংশদ্ভূত হলেও স্বামী ও সন্তানদের নিয়ে কানাডায় বসবাস করছেন। তার বইয়ের মধ্যে রয়েছে: মুসলিম উইমেন অ্যাক্টিভিস্টস ইন নর্থ আমেরিকা: স্পিকিং ফর আওয়ারসেলভস, রিথিংকিং মুসলিম উইমেন অ্যান্ড দ্য ভেল: চ্যালেঞ্জিং হিস্টোরিক্যাল অ্যান্ড মডার্ন স্টেরিওটাইপস। বইগুলো আরবি, চীনা, ফরাসি, মালয়ালম, তামিল ও তুর্কিশ ভাষায় অনূদিত হয়েছে।