ড. ওসমান আলি মিডল ইস্টার্ন স্টাডিজের একজন কানাডিয়ান অধ্যাপক। তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাস ও রাজনীতি নিয়ে ব্যাপকভাবে লিখেছেন।
তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি অব গুয়েলফ, কানাডা থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ড. আলি ১৯৯৪-৯৮ সাল পর্যন্ত টরন্টো’র ইউনিভার্সিটি অব রায়ারসেন এর ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে ইরাকের ইরবিলে ইউনিভার্সিটি অব সালাহাদ্দিন এর ইতিহাস বিভাগে শিক্ষাদান করেন।
তিনি ইরাকের ইরবিল-কুর্দিস্তান অঞ্চলের কুর্দিশ-তুর্কিশ স্টাডিজ সেন্টারের সভাপতি এবং কুর্দি ইতিহাস ও রাজনীতিতে তাঁর আগ্রহ রয়েছে ।