‘ইসলামী সভ্যতায় অধ্যয়ন: রেনেসাঁয় মুসলিম অবদান’ শীর্ষক গ্রন্থটি আহমেদ ঈসা এবং ওসমান আলি রচিত Studies in Islamic Civilization: The Muslim Contribution to the Renaissance গ্রন্থের Book-In-Brief এর বঙ্গানুবাদ।
এ গ্রন্থ পাঠে ধারণা পাওয়া যায় যে, মুসলিম স্কলারদের ব্যাপক অবদান ছাড়া ইউরোপে রেনেসাঁ সম্ভব হতো না । প্রায় হাজার বছর ধরে বিশ্বসভ্যতায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিল ইসলাম; যার ভৌগোলিক ব্যাপ্তি ছিল অন্যান্য সভ্যতার চেয়ে বিশাল ।
মুসলিম স্কলারগণই ইউরোপে তাদের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে শাণিত করেছিলেন এবং সাতশত বছরের বেশি সময় ধরে ইউরোপের ভাষাকে আরবী ভাষার মাধ্যমে প্রভাবিত করে রেখেছিলেন।
এ গ্রন্থে ইসলামের ইতিহাসের সেই ‘সোনালি যুগ’কে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে- যার মাধ্যমে স্পষ্ট হয়েছে- পশ্চিমা সংস্কৃতি সভ্যতার উন্নয়ন ও অগ্রগতির মডেল নয় বরং মুসলমানরাই ব্যবসা-বাণিজ্য, কৃষি-প্রযুক্তি, শিক্ষা-বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য-শিল্পকলায় উন্নতির মাধ্যমে উন্নত ও আধুনিক বিশ্বের ভিত্তি গড়েছিল। ইসলামী রেনেসাঁর উদ্ভব হয়েছিল বলেই প্রকৃত প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব হয়েছিল।